সোমবার, এপ্রিল ১৪, ২০২৫
manabbordan
manabbordan

বিসিসির পরিচ্ছন্নতা কর্মীদের ছাঁটাই, প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ বাণী ডেস্ক॥

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাই করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বরিশাল সিটি কপোরেশন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় নগর ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় শ্রমিকরা বলেন, কোনো ধরনের কারণ দর্শানো কিংবা কোনো ধরনের নোটিশ না দিয়ে ১৬০ শ্রমিককে আকস্মিক ছাঁটাই করা হয়েছে। হঠাৎ চাকরি চলে যাওয়ায় এখন তারা অসহায়। অন্য কোনো পেশার সঙ্গে জড়িত না থাকায় তাৎক্ষণিক বিকল্প কিছু করারও সুযোগ নেই। তাই চাকরি ফিরে পাওয়ার জন্য নগর ভবনের কর্মকর্তাদের দারে দারে গিয়েও ফিরে আসছেন ছাঁটাইকৃতরা।

এ সময় বক্তারা ছাঁটাইকৃতদের পুনর্বহালের পাশাপাশি ১ নভেম্বর থেকে সরকার নির্ধারিত বেতন দেওয়ার দাবিও জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

আয়োজিত মানববন্ধনে বরিশাল সিটি করপোরেশনের শ্রমিক ইউনিয়নের নেতা ও ছাঁটাইকৃত শ্রমিকরা বক্তব্য দেন।

যদিও এ বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, ছাঁটাইকৃতদের মধ্যে বেশিরভাগই দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত, নয়তো দায়িত্বরত কাজ সঠিকভাবে পরিচালনা করতে পারছিলেন না।

আরো পড়ুন

বরিশালে এসএসসির প্রথম দিনে বহিষ্কার দুই, অনুপস্থিত ১০৩৩

নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল শিক্ষা বোর্ডে অধীনে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *