বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
SHAKAWAT
SHAKAWAT

বরিশাল-ভোলায় ৩ দিনের সফরে ‍উপদেষ্টা ‍ড. এম সাখাওয়াত হোসেন

মো. মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা প্রতিনিধি‍॥

নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “যারা কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে; সেসব চোরদেরকে আর কখনো ভোট দেবে না জনগন। দূর্নীতির মহাযজ্ঞের ফলে স্বৈরাচার যেমন দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে; তেমনি লন্ডনেও দূর্নীতিবাজরা অপসারিত হয়েছে।”

শনিবার সকালে ভোলার মনপুরায় বিচ্ছিন্ন ঢালচরে নতুন লঞ্চঘাট উদ্বোধকালে তিনি এসব কথা বলেন।

পরে এক সভায় নৌপরিবহন উপদেষ্টা আরও বলেন, বিগত সরকারের লুটপাটের মহোৎসবে বড় বড় প্রকল্প দেয়া হলেও দেশের প্রত্যন্ত অঞ্চলে তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। শুধু শহর উন্নয়ন নয় গ্রামের উন্নয়ন হলেই দেশ উন্নত হয়। বর্তমান সরকার বৈষম্যবিরোধী সরকার। এসরকারের সময়ে গ্রামীন জনপদের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হবে। এবং নদীপথের যোগাযোগ আরও সহজ করতে নদীমাতৃক এলাকার বিভিন্ন পয়েন্টে নতুন করে লঞ্চঘাট স্থাপন করা হবে।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় নৌ পরিবহন উপদেষ্টা বলেন, ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা চারদিক থেকে নদীবেষ্টিত হওয়ায় লঞ্চযোগে ছাড়া ঢাকায় যাওয়ার কোন সুযোগ নেই। যাতে নৌ যোগাযোগ আরও সহজ হয় সে ব্যবস্থা গ্রহন করা হবে। এবং মনপুরার সাথে জেলা শহরের সাথে সড়ক যোগাযোগের জন্য পর্যায়ক্রমে ফেরি চালু করা আশ্বাস দেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাবেক জ্বালানী সচিব মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, নৌ পরিবহন উপদেষ্টার একান্ত সচিব মোঃ জাহিদুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মোঃ নিজাম উদ্দিন সুজন চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী।

উপজেলার ঢালচরে লঞ্চঘাট উদ্বোধন শেষে তিনি মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট, হাজীর হাট সীট্রাক ঘাট ও বিআইডব্লিওটিএ’র বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে স্পীডবোট যোগে চরফ্যাশন উপজেলার উদ্দেশ্যে মনপুরা ত্যাগ করেন। সেখানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করবেন তিনি।

আরো পড়ুন

excident

বিএম কলেজ সংলগ্ন সড়কে শিশু নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর ব্রজমোহন (বিএম) কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় ১০ বছরের শিশু জান্নাত নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *