বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
vola
vola

দৌলতখানে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

মো. মাকছুদুর রহমান পাটোয়ারী, দৌলতখান: 
ভোলার দৌলতখানে সানরাইজ স্পোটিং ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলা আমির জাং গজনবী স্টেডিয়ামে  মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ০-১ গোলে চরখলিফা লিড সোলজার্সকে  পরাজিত করে সৈয়দপুর কিংস রাইডার্স  চ্যাম্পিয়ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম, বিশেষ অতিথি ছিলেন, হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী মাফরুজা সুলতানা ও পুত্র ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ।
 এসময় হাফিজ ইব্রাহিম বলেন, এধরনের ফুটবল খেলার মাধ্যমে আমরা আমাদের প্রিয় ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোকে স্মরণ করতে পারি। তিনি  ক্রীড়া জগতের এক অন্যতম নক্ষত্র। পরে প্রধান অতিথি বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং পুরস্কার তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ কুট্টি, সহ বিএনপির নেতৃবৃন্দ।

আরো পড়ুন

excident

বিএম কলেজ সংলগ্ন সড়কে শিশু নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর ব্রজমোহন (বিএম) কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় ১০ বছরের শিশু জান্নাত নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *