শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

বরিশাল মিডিয়া ফোরাম‘র উদ্যোগে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক॥

সাংবাদিকদের কল্যাণে সারাক্ষণ স্লোগানকে ধারন করে প্রতিষ্ঠিত সংগঠন বরিশাল মিডিয়া ফোরাম এর উদ্যোগে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরীর পুলিশ লাইন রোডে আনাইয়াস রেস্তোরায় গতকাল শুক্রবার সকাল ৯টায় শুরু হয়ে সারাদিন চলে কার্যক্রম। এতে বরিশাল নগরীর ত্রিশজন পেশাদার সাংবাদিক প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন।

সংবাদ লেখার কলাকৌশল নিয়ে প্রশিক্ষণ দেন বরিশাল বাণী’র সম্পাদক মো: মামুন-অর-রশিদ। সংবাদ মূল্যায়ন বিষয়ে
প্রশিক্ষক ছিলেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। ডিজিটাল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেন বাংলাদেশ বাণী’র ‍উপ সম্পাদক জাকিরুল আহসান। সাংবাদিকতায় আইনি বিষয়াদি নিয়ে প্রশিক্ষণ দেন দৈনিক বাংলাদেশ বাণী‘র প্রকাশক অ্যাডভোকেট শাহে আলম।

প্রশিক্ষণ গ্রহণ শেষে সাংবাদিকরা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যেমে অনেক কিছু শেখা ও জানা গেল। এমন মহতি উদ্যোগ অব্যাহত থাকা উচিত। তাছাড়া হাতে কলমে এভাবে বাস্তব প্রশিক্ষণ সাধারণত হয়না। সাংবাদিকতার রীতিনীতি জানা সবার জন্যই জরুরী। মধ্যাহ্ন ভোজে সাংবাদিকদের সাথে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বলেন, গত পনের বছরে সাংবাদিকতা দালালির দিকে ধাবিত হচ্ছিল। ফ্যাসিষ্ট সরকারের সুবিধাভোগী ও চাটুকার সাংবাদিকরা নিজেদের স্বার্থ হাসিলের মাধ্যম হিসেবে গণমাধ্যমকে ব্যবহার করেছে। এভাবে সাধারণ মানুষের কাছে অনেকটা বিরক্তির কারণ হয়ে উঠেছে। এখন সময় এসেছে। সাংবাদিকতাকে আবার সেই সোনালী দিনে ফিরিয়ে নিতে হবে। সেজন্য এ ধরনের বাস্তবসম্মত প্রশিক্ষণ প্রোগ্রামগুলো বেশি বেশি হওয়া দরকার।

আরো পড়ুন

Tanvir-Arafat-SP-DC

বরিশালে সাংবাদিক পেটানো সেই ডিসি গ্রেফতার

বাংলাদেশ বাণী ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ কমিশনার (ডিসি) ‘তিন অপশন’ খ্যাত পুলিশ সুপার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *