বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
dead
dead

নিখোঁজের তিনদিন পর মেঘনা নদীতে জেলের লাশ উদ্ধার

মো.মহিব্বুল্যাহ ইলিয়াছ,মনপুরা ॥

অবশেষে নিখোঁজের তিন দিন পর মেঘনা নদী থেকে জেলে মোস্তফার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বেহুন্দি জাল বসাতে গিয়ে যেখানে সে নিখোঁজ হয়েছে তার পার্শ্ববর্তি বেহুন্দি জালে আটকে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল ১০ টায় উপজেলার হাজীর হাট সী-ট্রাক ঘাট সংলগ্ন দক্ষিণ পাশের মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা।

জেলেরা জানায়, সকালে বেহুন্দি জাল তুলে আনতে গেলে জালের মধ্যে নিখোঁজ জেলে মোস্তফার মরদেহ দেখতে পায় তারা। অন্যান্য জেলেদের সহযোগিতায় মৃতদেহটি তুলে তীরে নিয়ে আসে। খবর পেয়ে মোস্তফার স্বজনরা এসে মোস্তফার মৃতদেহটি শনাক্ত করে।

পরে মনপুরা থানা পুলিশ এসে সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে। কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জুম্মার নামাজের পর জানাজা শেষে স্থানীয় দারোগার পাড় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৩ টায় মেঘনা নদীতে বেহুন্দি জাল বসাতে গিয়ে নিখোঁজ হন উপজেলার চরযতিন গ্রামের বাসিন্দা মোঃ মোস্তফা (৪৫)। তাকে উদ্ধারে মনপুরা ফায়ার সার্ভিস ও বরিশাল থেকে আসা ডুবুরি দল মেঘনায় তল্লাশি চালায়। নিখোঁজ জেলে মোস্তফাকে অনেক অনুসন্ধানের পর খুঁজে না পেয়ে  ডুবুরি দল মনপুরা ত্যাগ করে।

এব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান কবির জানান, নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে আমরা সুরতহাল রিপোর্ট সংগ্রহ করি। কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *