শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
mehendigonj
mehendigonj

মেহেন্দিগঞ্জে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ॥
মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নে ভলিবল টুর্নামেন্ট  বৃহস্পতিবার সন্ধায় জাকির হোসেন গোলদার এর সভাপতিত্বে স্থানীয় চানপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলেন, মহসিন খান এর চানপুর কিং ও রিয়াজ মাতাব্বর এর চানপুর রাইডার্স। চানপুর কিংস কে ২/০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো চানপুর রাইডার্স।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চানপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক নাসিরুদ্দিন তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ন- আহবায়ক ইউসুফ তালুকদার, নজরুল গোলদার, ইব্রাহিম বকশি, চানপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সবুজ ঢালী, কৃষক দলের আহবায়ক হানিফ ঢালী, এছাড়াও উপস্থিত ছিলন, চানপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ হাফিজ স্যার, সহকারী শিক্ষক সাদেক স্যার, নিজাম আকন, মোঃ নাগর, রিপন ভক্ত, মাইদুল প্রমুখ। উক্ত খেলা পরিচালনা করেন, মোঃ মহসিন খান, মোঃ রিয়াজ মাতাব্বর, সুজন আকন, সাইদুল আকন ও সজল তালুকদার সহ খেলা পরিচালনা কমিটি।

আরো পড়ুন

খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে তাদের জনগণ ভোট দেবে না- রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে, জনগণ কখনোই তাদের ভোট দেবে না বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *