বাংলাদেশ বাণী ডেস্ক॥
ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয়লেন মহাসড়কসহ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাতিলের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদের বরিশাল মহানগর সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল।
বক্তারা মানববন্ধনে বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় যানবাহনের সংখ্যা বাড়লেও পর্যাপ্ত সড়ক ব্যবস্থা না থাকার কারণে দুর্ঘটনা বেড়েছে। তারা বলেন, ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক ছয়লেনে উন্নীতকরণ প্রকল্প বাতিল হলে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্দশা আরও বাড়বে।
বক্তারা আরও বলেন, একটি অঞ্চলের উন্নতি তার যোগাযোগ ব্যবস্থার ওপর নির্ভর করে। আমরা দেশের মানুষের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে লড়াই করেছি, কিন্তু কোনো দিন পিছু হটিনি। তারা দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্ন নিয়ে খেলা না করার জন্য উপদেষ্টাদের সতর্ক করে দিয়ে বলেন, এর ফলে যদি তারা পদত্যাগে বাধ্য হন, তবে তা হবে ফ্যাসিস্টদের মতো।
এছাড়া, আন্দোলনকারীরা উপদেষ্টাদের কাছে দাবি জানান, ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয়লেন সড়কসহ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাতিল না করে দ্রুত বাস্তবায়ন করতে।
মানববন্ধন শেষে, নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদারের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান সিকদার, মহানগর শ্রমিক অধিকার পরিষদের ইলিয়াস ফরাজি প্রমুখ।