বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
shaka
shaka

“নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় হলে যথাযথ ব্যবস্থা“

বাংলাদেশ বাণী ডেস্ক॥ নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বরিশালের উপজেলাভিত্তিক লঞ্চঘাটগুলোকে আধুনিকায়ন করে যাত্রীদের চলাচলে কোনো প্রকার অসুবিধা না হওয়ার ব্যবস্থা নেওয়া হবে। তিনি রোববার (১৯ জানুয়ারি) সকালে বরিশাল জেলার হিজলা লঞ্চঘাটে বিআরডব্লিউটিপি-১ প্রকল্পের আওতায় হিজলা ল্যান্ডিং স্টেশন নির্মাণ কার্যক্রম এবং মুলাদী উপজেলার নবসৃষ্ট ঘোষের চর লঞ্চঘাট পরিদর্শনকালে এ কথা জানান।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, বরিশাল অঞ্চলের লঞ্চঘাট এলাকায় নৌপথে কোনো অরাজকতা সহ্য করা হবে না। তিনি বলেন, যদি ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হয়, তবে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নৌপরিবহন অবিচ্ছেদ্যভাবে গুরুত্বপূর্ণ, যদিও সেতু নির্মাণের কাজ চলছে। অতীতের মতো নৌপরিবহনের ওপর নির্ভরতা থেকে কেউ সরে আসতে পারে না। তাই প্রাইভেট নৌ পরিবহন চালকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যাত্রীদের যাতে কোনো রকম হয়রানি না হয় এবং নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক আরিফ উদ্দিন, প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, বরিশালের নৌ-পুলিশ সুপার এস এম নাজমুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক প্রমুখ।

এ সময় উপদেষ্টা সাখাওয়াত হোসেন গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোষেরচর লঞ্চঘাটে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ রিয়াজের নামে একটি পল্টুন উদ্বোধন করেন। এছাড়া, তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। এর আগে, তিনি শহীদ রিয়াজের কবর জিয়ারত করেন।

আরো পড়ুন

excident

বিএম কলেজ সংলগ্ন সড়কে শিশু নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর ব্রজমোহন (বিএম) কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় ১০ বছরের শিশু জান্নাত নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *