বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
pollice
pollice

বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক

বাংলাদেশ বাণী ডেস্ক॥  পুলিশ, র‍্যাব এবং আনসারের পোশাক পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন দেওয়া হয়েছে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, বৈঠকে পুলিশ, র‍্যাব এবং আনসারের প্রতিনিধিরা ১৮ ধরণের নতুন ডিজাইনের পোশাক পরে উপস্থিত হন। সেখান থেকে তিনটি নতুন ডিজাইন বাছাই করা হয়েছে। এই পরিবর্তন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মনোবল এবং মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মন্তব্য করেন। তবে পোশাক পরিবর্তনে বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি না হয়, সেজন্য ধীরে ধীরে এটি বাস্তবায়ন করার কথা বলেছেন তিনি।

এছাড়া, অন্তর্বর্তী সরকার পুলিশের সংস্কারের অংশ হিসেবে পোশাক পরিবর্তনের বিষয়টি প্রথম থেকেই উত্থাপন করেছিল। গত ১১ আগস্ট সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনও পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের কথা বলেছিলেন এবং জানিয়েছিলেন, “এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাচ্ছে না। খুব শীঘ্রই এটি পরিবর্তন করা হবে।”

আরো পড়ুন

বরিশালে গৃহকর্মী সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক ।। দিনরাত খেটেও সপ্তাহে একদিনের ছুটি পান না গৃহকর্মীরা। তাদের কাজের নির্দিষ্ট কোনো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *