এম.জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানকে ধারণ করে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন।
সোমবার (১৮আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাজমুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. সিদ্দিকুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা ছিদ্দিকা, বোরহানদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রায়হান উজ্জামান বলেন, “একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা অনস্বীকার্য। আগামীতে সুন্দর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সর্বদা দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে প্রায় ৮০ জন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা লাভ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।