শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
voter list
voter list

বরিশালে শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ

বাংলাদেশ বাণী ডেস্ক॥

নতুন ভোটার এবং ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে বরিশালে। ২০ জানুয়ারি সোমবার সকাল থেকে বরিশালের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে এই কার্যক্রম শুরু হয়। নির্বাচনী কমিশনের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে। এতে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং যারা মৃত্যু বরণ করেছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এই কার্যক্রম চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

হালনাগাদ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করছেন এবং নতুন ভোটার সংগ্রহ করছেন। নাম ও তথ্যে কোনো ভুল না হয়, সেজন্য ভোটারদের জন্ম নিবন্ধন সনদ, নিকট আত্মীয়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং পরীক্ষার সনদপত্র যাচাই করা হচ্ছে। এছাড়া, ১৫ ফেব্রুয়ারি থেকে ভোটাররা তাদের নিজ নিজ এলাকায় ছবি তুলতে পারবেন।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদে ইতোমধ্যে ১ হাজার ২২৪ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমানে বরিশাল জেলায় মোট ভোটার সংখ্যা ২২ লাখ ২২ হাজার। বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান জানান, এই কার্যক্রমে ৫ হাজার ৬৫২ জন তথ্য সংগ্রহকারী এবং ১ হাজার ৮৬ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৬ সালে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

আরো পড়ুন

ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক রাজধানীর মতিঝিল থানা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *