বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Rabbi
Rabbi

বাবুগঞ্জে তিনদিন ধরে নিখোঁজ রাব্বির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক॥

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিখোঁজের তিনদিন পর রাব্বি হাওলাদার (১৮) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার সকালে বাবুগঞ্জ উপজেলা রহমতপুর ইউনিয়নের পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন। তিনি বলেন, এটি পরিকল্পিত হত্যাকান্ড।

নিহত স্কুল ছাত্র রাব্বি হাওলাদার পূর্ব রহমতপুর গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে। মোহনগঞ্জ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল সে।
বিমানবন্দর থানার ওসি জাকির হোসেন জানান, গত ১৮ জানুয়ারি রাত ১টার দিকে রাব্বি হাওলাদার বাসা থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে ২১ জানুয়ারি সাধারণ ডায়েরি করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ জানতে পারে বাড়ির পাশের পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকার বাগানে লাশ রয়েছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি পরিকল্পিত হত্যাকা-। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। নিহতের ভাই সাব্বির হাওলাদার বলেন, ১৯ জানুয়ারী রাত ১টার দিকে রেজাউল নামের একজনের ফোন পেয়ে রাব্বি ঘর থেকে বের হয়। এরপর থেকে রাব্বি নিখোঁজ ছিল। লাশ উদ্ধার হওয়ার পর থেকে এলাকা থেকে ৩ ব্যক্তি পলাতক রয়েছে। আমরা তাদেরকেই সন্দেহ করছি এবং মামলার প্রস্তুতি নিচ্ছি। আমার ভাইকে এর আগেও পূর্বশত্রুতার জে‌রে তারা ধাওয়া দি‌য়েছিল।

আরো পড়ুন

excident

বিএম কলেজ সংলগ্ন সড়কে শিশু নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর ব্রজমোহন (বিএম) কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় ১০ বছরের শিশু জান্নাত নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *