মঙ্গলবার, মে ২০, ২০২৫
bu
bu

গুচ্ছে না গিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ববির

বাংলাদেশ বাণী ডেস্ক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে না। তারা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৩ জানুয়ারি বুধবার এক অফিস আদেশের মাধ্যমে এই ঘোষণা দেয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম সই করা ওই আদেশে উল্লেখ করা হয় যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতির আওতায় নেবে না এবং নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেবে।

রেজিস্ট্রার জানান, একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে থাকার অনুরোধ করা হয়েছিল, তবে সবার মতামত ছিল যে, কোয়ালিটি নিশ্চিত করার জন্য আলাদাভাবে পরীক্ষা নেওয়া উচিত। তিনি আরও বলেন, গুচ্ছ পদ্ধতির কারণে দীর্ঘসূত্রতা এবং সেশনজট তৈরি হচ্ছে, তাই বিশ্ববিদ্যালয়ের সেশনজট মুক্ত রাখা, সময়মত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা এবং ভাল মানের শিক্ষার্থী ভর্তি করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন বলেন, “আমরা গুচ্ছ পদ্ধতি থেকে সরে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চাই। ইতিমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নোটিশ আকারে জানানো হয়েছে। এ বিষয়ে শিক্ষকদের সাথে আলোচনা হয়েছে এবং তারা সমর্থন জানিয়েছেন।”

আরো পড়ুন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা ঘিরে বরিশালে তোলপাড়

আযাদ আলাউদ্দীন ।। ঘটনার ০৯ মাস পর বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার দায়ের করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *