নিজস্ব প্রতিবেদক
জেলা পর্যায়ে প্রতিটি উপজেলায় ওয়ান-স্টপ সমাধান কেন্দ্র (One Stop Solution Center) প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই ও প্রচারণা বিষয়ে বরিশালে দিনব্যাপী জেলা পর্যায়ের এক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) নগরীর সাগরদী এলাকার ক্যারিটাস রিজিওনাল হলে এ কনফারেন্সের আয়োজন করে এসডিডিবি (SDDB) প্রজেক্ট, ক্যারিটাস বরিশাল রিজিয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় বরিশালের উপ-পরিচালক এ. কে. এম. আকেরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা অফিসার ডা. এ. কে. এম. কুদরত-এ-খুদা।
আলোচনাসভার সভাপতিত্ব করেন ক্যারিটাস বরিশাল রিজিয়নের রিজিওনাল ডিরেক্টর মি. ফ্রান্সিস বেপারী। কনফারেন্সে বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ নাগরিক, নেটওয়ার্ক সদস্য, ক্যারিটাসের কর্মকর্তাবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে ওয়ান-স্টপ সমাধান কেন্দ্র স্থাপন করা গেলে প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ নাগরিকসহ বিভিন্ন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এক জায়গায় সব সরকারি ও বেসরকারি সহায়তা/সেবা সহজেই পাবে। এতে সময়, খরচ ও ভোগান্তি কমে আসবে এবং সেবার গুণগত মান বৃদ্ধি পাবে।
আয়োজকরা জানান, SDDB প্রকল্পের মাধ্যমে এই ধারণাকে আরও বাস্তবসম্মত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসন–সিভিল সোসাইটি–সংস্থাগুলোর সমন্বয়ে ভবিষ্যতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।