বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
hamla
hamla

মেহেন্দীগঞ্জে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দীগঞ্জ‍॥ মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া বাজারে সাংবাদিক হাসানের ব্যবসা প্রতিষ্ঠানে ১৯ জানুয়ারি (রবিবার) বিকাল ৫ টার সময় হামলা করা হয়।
তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান হাসান মেডিকেল সেন্টার এন্ড টেলিকম এ পূর্বষাট্টি গ্রামের হুমায়ুন কবির রাড়ী একই বাজারের মধ্য বাজারের ব্যবসায়ী নিজে ও তার তিন ছেলে সানি, রনি, মুন্না  ও  অজ্ঞাত আরো  ৫/৬ জন মিলে উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠানে ধারালো রামদা, হকস্টিক ও অস্ত্রসহ হামলা, ভাঙচুর, লুট ও ব্যবসায়ীকে জীবন নাশের চেষ্টা করে।
সাংবাদিক আবুল ফজল মো. হাসান জীবন রক্ষার্তে কোনমতে ঘটনাস্থল ত্যাগ করেন।
হামলায় ২ টি কম্পিউটার, ফটোষ্ট্যাট মেশিন, ২ টি প্রিন্টার, স্কেনার, লেমিনেটিং মেশিনসহ সমস্ত দোকানে রামদা দিয়ে কুপিয়ে মেশিনপত্র, আলমারি ও ঔষধ ভাংচুর করে। দোকানে থাকা কর্মচারীকে লক্ষ্য করে কোপ মারলে কোনমতে প্রাণে বেঁচে যায়। ‍এসময় সন্ত্রাসীরা দোকান লুট করে সাংবাদিক হাসানের জীবন নাশের চেষ্টা করে। এতে ব্যবসায়ীর প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি ও এক কোটি টাকা পরিমানের মান হানি হয় বলে অভিযোগ করেন ভুক্তভুগী সাংবাদিক হাসান।
এই ঘটনায় তাৎক্ষণিক সাংবাদিক হাসান মেহেন্দীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে সমাধানের আশ্বাসে মামলা না করলেও মামলার প্রস্ততি চলছে বলে জানান সাংবাদিক আবুল ফজল মো. হাসান। এব্যাপারে হুমায়ুন কবির রাড়ীর মুঠোফোনে (০১৭৩১…৭৬৩) জানতে চাইলে তাকে পাওয়া যায় নাই।

আরো পড়ুন

Ameen

ঝালকাঠি আইনজীবী সমিতির সম্পাদক প্রার্থী অ্যাড. আমিন

নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি নির্বাচনের তফসীল ঘোষণার পরে সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *