আজিম উদ্দিন খান, লালমোহন॥
ভোলার লালমোহনে গতকাল ৫ জানুয়ারি, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে ৪ দিন ব্যাপী শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ করা হয়েছে।
লালমোহন উপজেলার ৫নং সদর লালমোহন ইউনিয়নের প্রাণকেন্দ্র ফুলবাগিছা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করেছে ইসলামি ছাত্রশিবির লালমোহন সদর ইউনিয়ন শাখা। ফুলবাগিছা ক্রিয়া প্রতিষ্ঠান দলটি চ্যাম্পিয়ন ও বালামচর ক্রিয়া একাদশ দলটি রানার্সআপ হয়েছে। খেলার শুরুতে বালামচর ক্রিয়া একাদশ দলের দেয়া ৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেটে বিজয়ী লাভ করেন ফুলবাগিছা ক্রিয়া প্রতিষ্ঠান দলটি।
খেলা শেষে মাঠে আয়োজন করা হয় পুরস্কার বিতরনী অনুষ্ঠান। সেখানে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা জেলা শাখার ইসলামি ছাত্রশিবিরের সভাপতি মোঃ জসিম উদ্দিন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শুভ্রার সদস্য আজিম উদ্দিন খান, ছাত্রশিবিরের লালমোহন উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মোঃ আল-আমিন উত্তর শাখার সভাপতি আব্দুর রহমান। আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন সদর ইউনিয়ন শাখার আমীর মাওলানা ফরিদ উদ্দিন, সেক্রেটারি মাওলানা মোঃ ইসহাক-সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ জহির উদ্দিন, মোঃ রাকিব হোসেন ও মোঃ সোহান। খেলায় যে ০৮টি দল অংশগ্রহণ করছেন, ফুলবাগিছা ক্রিয়া প্রতিষ্ঠান, বালামচর ক্রিয়া একাদশ, হাওলাদার ক্রিয়া চক্র, আশ্রাফনগর একাদশ, হাওলাদার একাদশ, সৈয়দ আহমেদ একাদশ, নদ্দা একাদশ, উত্তর ফুলবাগিছা একাদশ। আজিম উদ্দিন খান, লালমোহন, ভোলা।