শনিবার, মে ১৭, ২০২৫

নগরীর এ. কে স্কুলে সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক॥
নগরীর আছমত আলী খান (এ কে) ইনস্টিটিউশনের হলরুমে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ১৪ জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ, এম, জসীমউদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ জিয়াউল হক ফারুক ।
প্রধান অতিথি ছিলেন- বরিশাল মহানগর জাতীয় নাগরিক কমিটির সংগঠক এ্যাড. সাজ্জাদুর রহমান শাকিল মৃধা। অনুষ্ঠানে শহীদ আব্দুল্লাহ আল আবিরের পিতা-মাতাসহ প্রায় পনেরজন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সংবর্ধনা দেয়া হয়। প্রত্যেককে ফুল দিয়ে বরণ করা হয়। শহীদ পরিবারকে ক্রেস্ট, পাটের তৈরি ব্যাগ ও অন্যদের পাটের ব্যাগ ও আপ্যায়ন করানো হয়।
সভায় বক্তাগন জুলাই বিপ্লবের বিস্তারিত তুলে ধরেন। ছাত্রদের মধ্য থেকে ‘ক’ ও ‘খ’ গ্রুপে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের বই উপহার দেয়া হয়। সভার শেষে দোয়া-মুনাজাত করা হয়।

আরো পড়ুন

দৈনিক সংগ্রামের প্রতিষ্ঠাকালীন সম্পাদক অধ্যাপক আখতার ফারুক

নিজস্ব প্রতিবেদক।। দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন মাওলানা অধ্যাপক আখতার ফারুক। তিনি ১৯২৯ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *