শুক্রবার, মে ১৬, ২০২৫
SHIBIR
SHIBIR

বরিশাল জেলা ছাত্রশিবির‘র দিনব্যাপী থানা দায়িত্বশীল কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল জেলা শাখার উদ্যোগে “দিনব্যাপী থানা দায়িত্বশীল কর্মশালা” ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জেলা সেক্রেটারি জনাব সাইয়্যেদ আহমেদ এর সঞ্চালনায় ও জেলা সভাপতি মোঃ আকবর হোসেন এর সভাপতিত্বে বরিশাল জেলা শাখার সকল থানা দায়িত্বশীলদের নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

২৮ জানুয়ারি (মঙ্গলবার) বরিশাল শহরের একটি মিলনায়তনে সকাল ৮ টায় দারসুল কুরআনের মাধ্যমে কর্মশালা শরু হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর জনাব অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এবং বরিশাল মহানগর সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরিশাল জেলা শাখার নায়েবে আমির ড. মাহফুজুর রহমান,  ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর সাবেক সভাপতি ছগির বিন সাঈদ, সাবেক জেলা সভাপতি মো: আল আমিন খান এবং সাবেক জেলা সভাপতি মো: আব্দুল কাদের সহ জেলা শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন ।

আরো পড়ুন

বাংলা সাহিত্যে রবি ও রবীন্দ্রনাথ

অনির্বাণ চক্রবর্তী ।। “আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধূলির তলে সকল অহংকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *