শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মানবতার সেবায় কাজ করছে স্বেচ্ছাসেবক দল: কেন্দ্রীয় নেতা রাসেল মাহামুদ

চরফ্যাশন প্রতিনিধি।।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহামুদ বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগনের অধিকার আদায়ের লক্ষে কাজ করে যাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে ১৬বছর রাজ পথে লড়াই করেছেন। যতদিন পর্যন্ত দেশের মানুষের গণতন্ত্রপূর্ণদ্ধার না হয় ততোদিন সারাদেশের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজ পথে থাকবে।

বুধবার কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চরফ্যাশন উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে নানা কর্মসুচি শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবকদল দেশের মানুষের সেবক। সেচ্ছায় দেশের মানুষের সেবা দেয়ার জন্যই সচেষ্ট থাকে সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। করোনা মহামারী কালীন সময়ে যখন সারা দেশ অবরুদ্ধ ও দেশের মানুষ গৃহবন্ধী হয়ে পড়ে তখনও সে¦চ্ছাসেবক দলের নেতা কর্মীরা নিজেদের জিবন বিপন্ন জেনেও দেশের মানুষের জন্য কাজ করেছেন। আগামী দিন গুলোতেও সেচ্ছাসেবক দল দেশে কল্যানে ও দেশের মানুষের সেবায় নিজকে নিয়োজিত রাখতে এটাই প্রত্যাশা।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলার চরফ্যাসন উপজেলা সে¦চ্ছাসেবক দলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নানা কর্মসুচির গ্রহন করেন। এসময় কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপিত রাসেল মাহামুদ চরফ্যাশনে উপস্থিত হয়ে নানা কর্মসূচির অংশ হিসেবে কেক কাটা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিছন্নতা অভিযান ও বৃক্ষরোপোনসহ পথসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন। এর পরে তিনি সভাস্থালে আসার আগেই বিকালে চরফ্যাশন সদর রোডে অবস্থিত আলোচন সভার মঞ্চে বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঢাকঢোল বাজিয়ে সভাস্থলে উপস্থিত হয়ে আলোচনা সভাস্থলকে জনসভায় রুপান্তর করেন। খণ্ড মিছিলে মুখরিত হয়ে উঠে চরফ্যাশন সদর। জাগ্রত বাঙালির প্রতিধ্বনী নিয়ে নেতাকর্মীদের উচ্ছাসে সভাস্থল মুখর করে তুলে।

চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান শাহীনের সঞ্চালনায় ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শিকদার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় সে¦চ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. রাসেল মাহামুদ।

বিকেলে আয়োজিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. কয়সর আহম্মেদ কমল, পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম সোহেল, জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম ভুট্টু, উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল আলম প্রিন্স, সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী, উপজেলা সে¦চ্ছাসেবক দলের ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ প্রত্যেক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *