শুক্রবার, মে ২, ২০২৫
adv helal
adv helal

শীতার্তদের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব : অ্যাডভোকেট হেলাল

নিজস্ব প্রতিবেদক: শীতার্তদের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি ২৮ শে জানুয়ারি মঙ্গলবার বরিশাল মহানগরীর কোতয়ালী দক্ষিণ থানার আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে চরম লুটপাট ও ভয়াবহ দুর্নীতির জন্য আর্থিক খাতে চরম বৈষম্য বিদ্যমান, এদেশের এক শ্রেণী মানুষ বিলাসিতায় প্রচুর অর্থ খরচ করলেও আরেক শ্রেণীর মানুষের শীত নিবারনের জন্য সামান্য পোশাক কেনার সমর্থ্য নেই। ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ব্যতীত এই পরিস্থিতি পরিবর্তন সম্ভব নয়।

বরিশাল সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত প্রোগ্রামে সভাপতিত্ব করেন কোতোয়ালী দক্ষিন থানা আমির ও মহানগর কর্মপরিষদ সদস্য তারিকুল ইসলাম। থানা সেক্রেটারি মাওলানা আব্দুর রউফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম থানা বায়তুল মাল সম্পাদক মোজাম্মেল হোসাইনসহ ওয়ার্ড সভাপতি বৃন্দ।

আরো পড়ুন

শেরে বাংলা এ কে ফজলুল হক স্মরণে

আযাদ আলাউদ্দীন ।। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুর পর ‘শেরে বাংলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *