বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

হিন্দু পরিবারকে ভয়ভীতি-চাঁদা দাবির অভিযোগ, যুবদলকর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামে হিন্দু পরিবারের কাছে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মেহেদী হাসান মুকুল প্যাদা নামের এক যুবদলকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চিকনিকান্দি ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ভুক্তভোগী দিলীপ দেবনাথ বাদী হয়ে মুকুল প্যাদার বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে রাতেই মুকুলকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে সোমবার (২০ অক্টোবর) রাতে দিলীপ দেবনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে তিনি উল্লেখ করেন, মুকুল প্যাদা ও তার ভাই আরিফ হোসেন প্যাদা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছেন। সম্প্রতি তারা দিলীপ দেবনাথের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এতে আতঙ্কিত হয়ে দিলীপ দেবনাথ স্ত্রীকে নিয়ে গলাচিপা থানায় আশ্রয় নেন।

গলাচিপা থানার পরিদর্শ (তদন্ত) মো. জিলন সিকদার বলেন, ‘এর আগে মুকুল প্যাদা ওই হিন্দু পরিবারটির সঙ্গে মারধরের ঘটনাও ঘটিয়েছিলেন। সেসময় ভয়ে তারা মামলা করেননি। পরে পুনরায় হুমকি ও চাঁদা দাবির ঘটনায় মামলা হলে মঙ্গলবার রাতেই আমরা তাকে গ্রেফতার করি। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *