শনিবার, মার্চ ১৫, ২০২৫

‘যেকোনো দুর্যোগে জামায়াতে ইসলামী গণমানুষের পাশে দাঁড়ায়’

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যাসহ দেশের যেকোনো দুর্যোগে জামায়াতে ইসলামী সবার আগে গণমানুষের পাশে দাঁড়ায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল।

তিনি বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বরিশাল সদর উপজেলার কুন্দিয়ালপাড়ায় তার নিজ বাড়িতে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।‍

বরিশাল সদর উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর নায়েবে আমির মাহমুদ হোসেন দুলাল, মহানগর কর্মপরিষদ সদস্য শামীম কবির ,সদর উপজেলার নায়বে আমির মাওলানা ইসমাইল হোসেন নেছারী ও উপজেলা কর্মপরিষদ সদস্য আবুল কালামসহ স্থানীয় জামায়াত নেতারা।

ওই অনুষ্ঠানে মুয়াযযম হোসেন হেলাল আরও বলেন, জামায়াতে ইসলামী সুখে দুঃখে সব সময় গণমানুষের পাশে থাকে। জামায়াতে ইসলামীর ২ জন মন্ত্রী ছিল তারা গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে কিন্তু তাদের বিরুদ্ধে কখনো এক টাকার দুর্নীতির অভিযোগ ওঠেনি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়ার অনেক নজির রয়েছে কিন্তু এদেশের হিন্দু ভাইয়েরাও বলেন জামায়াত আমাদের আশ্রয়স্থল। জামায়াতে ইসলামী রাসুল (স.) এর প্রতিষ্ঠিত সোনালী সমাজের মতো আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এমন একটি দেশ হিসেবে গড়ে তুলবো যেখানে চুরি, ডাকাতি, মাদক, সন্ত্রাস থাকবে না। আমি এ সাহেবের হাট অঞ্চলের সন্তান, তাই এখানের যারা দায়িত্বশীলরা রয়েছেন আমরা সবাই ভাই ভাই সবাই একত্র হয়ে এ অঞ্চলকে একটি সুখী সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলবো।

আরো পড়ুন

মেহেন্দিগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় ঐতিহ্য

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ: মাটির তৈরি জিনিসপত্রের ব্যবহার শুরু হয়েছে প্রাচীনকাল থেকে। আমরা দৈনন্দিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *