কাজল দে,হিজলা: বরিশালের হিজলা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র স্কুল ছাত্র রিয়াজ (১৫ ) কে মারপিট করে গুরুতর আহত করে।পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে হিজলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় স্কুল ছাত্র রিয়াজের ভাই জাকির বাদী হয়ে ৩ জনের নামে হিজলা থানায় একটি মামলা দায়ের করে।
জানাযায় শুক্রবার ১৪ ফেব্রুয়ারি রাতে শবে বরাতের নামাজ পড়তে মসজিদে যায় রিয়াজ। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদের পার্শ্ববর্তী বাড়ির জসিম সিকদারের ছেলে তামিম ধাক্কা দেয়।তখন দুজনের বাকবিতন্ডের এক পর্যায়ে তামিমের মা-বাবা এসে রিয়াজকে এলোপাতাড়ী মারপিট শুরু করে। রিয়াজ নিজেকে রক্ষার্থে ডাক চিৎকার দিলে মসজিদের মুসল্লিরা আসলে তামিম ও তার মা বাবা চলে যায়।