শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১৬১

নিজস্ব প্রতিবেদক।। 

ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে নতুন করে ১৬১জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাড়ালো ছয় হাজার ৯৪৪জন। আগের চব্বিশ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে এ বছর মোট মারা গেছেন ১৬জন। তবে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।

শনিবার (১৯জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।

সংক্রমিত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরগুনার হাসপাতালে ১০০জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১২জন, বরিশালের অন্যান্য হাসপাতালে ২১জন, পটুয়াখালী জেনারেল হাসপাতালে ৭জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৭জন, ভোলার হাসপাতালে ৮জন, পিরোজপুরের হাসপাতালে ৪জন এবং ঝালকাঠি হাসপাতালে দুজন ভর্তি হয়েছেন।

বিভাগের ছয় জেলায় জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট আক্রান্ত রোগীদের মধ্যে ছয় হাজার ৬০৪জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩২৪ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া আছে। বিভাগের সবগুলো হাসপাতালে চিকিৎসা সেবা পাচ্ছেন রোগীরা।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সকলের সচেতনতাই প্রধান কাজ। যার যার অবস্থান থেকে সচেতনতা অবলম্বন করলে সংক্রমণ রোধ করা সম্ভব। এজন্য এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে। পানি জমিয়ে রাখা যাবে না।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *