আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় তারুণ্যের পিঠা উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা মো. বদরুজ্জা লস্কর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমানসহ প্রমুখ।
মেলায় বিভিন্ন ধরনের ৬টি ষ্টল অংশগ্রহন করে এবং বিভিন্ন দলের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।