বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
Oplus_131072

কাঠালিয়ায় ধর্ষন, ছিনতাই ও সন্ত্রাসের বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আ: রহিম, কাঠালিয়া: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সাধারণ শিক্ষার্থীরা সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ ছিনতাই ও সন্ত্রাসের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।

২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে ১১ টায় কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এ বিক্ষোভঅনুষ্ঠিত হয়। বিক্ষোভটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, বাস স্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শত শত সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ সময় তারা সারাদেশে ঘটে যাওয়া ধর্ষন, ছিনতাই ও সন্ত্রাস বন্ধের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। সমাবেশে বক্তব্য দেন, কাঠালিয়া তোফাজ্জল হোসেন মানিক মিয়া সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী তাসকিন তাবাসসুম মাইশা, মেহজাবিন রাইসা, জেরিন মোঃ মাশরাফি শাহরিয়া খান ও ফাহাদ প্রমুখ।

আরো পড়ুন

মেহেন্দিগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় ঐতিহ্য

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ: মাটির তৈরি জিনিসপত্রের ব্যবহার শুরু হয়েছে প্রাচীনকাল থেকে। আমরা দৈনন্দিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *