বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

হিজলায় চাচার দায়ের কোপে ভাতিজা আহত

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে সরকারি খালের মাটি কাটা নিয়ে বিরোধে জেরে চাচার দায়ের কোপে ভাতিজা আহত হয়েছে। আহত ভাতিজা হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ভাতিজা মোঃ বাকি বিল্লাহ(২৫) রুহুল আমিন বেপারীর ছেলে, তিনি জানান, সোমবার সকাল সাড়ে আটটার দিকে বাড়ির পেছনের খাল থেকে মাটি কাটার প্রস্তুতির সময় এক‌ই বাড়ির তার চাচাতো চাচা খোরশেদ বেপারী, শাহে আলম বেপারী এবং দুই চাচী এসে মাটি কাটতে বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা শাহে আলমের হাতে থাকা দা দিয়ে তার মাথায় কোপ দিলে সে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে বাড়িতে থাকা অন্যান্য লোকজন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছেন। অপরদিকে অভিযুক্ত শাহে আলম জানান, তাদের ক্রয়কৃত জমি থেকে মাটি কাটতে গেলে বাধা দেয়া হয়েছে বলে দাবি করেন। প্রতক্ষ্যদর্শীরা জানান খালের মাটি কাটাকে (খাস জমি) কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহে আলম দা দিয়ে বাকি বিল্লাহর মাথায় কোপ দেয়।
এ ব্যাপারে হিজলা থানায় অভিযোগ দায়ের করলে শাহে আলমকে আটক করে পুলিশ।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *