শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

বিভিন্ন দাবিতে বিএম কলেজ ছাত্রদলের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক: সরকারি বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের বহুল প্রতিক্ষিত আকাঙ্ক্ষা বাস্তবায়নে তীব্র আবসন সংকট নিরসন, সম্পূর্ণ মাদকমুক্ত ক্যাম্পাস এবং বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি বিএম কলেজ শাখার সদস্য সচিব তালুকদার সজলের সভাপতিত্বে অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ তাজুল ইসলামের নিকট সোমবার দুপুরে স্মারকলিপি পেশ করেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ ।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের টিম প্রধান রিয়াদ উর রহমানের নেতৃত্বে বিএম কলেজ জিরো পয়েন্ট থেকে ব্যানার এবং প্লাকার্ড সহকারে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী তিন দফা মৌলিক দাবী আদায়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে ফার্স্ট গেইট , পরিবহন গেইট অতিক্রম করে প্রশাসনিক ভবনের সম্মুখে এসে অবস্থান কর্মসূচী পালন করে।পরবর্তীতে কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ তাজুল ইসলামের আশ্বাসে শিক্ষার্থীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যায় ।
আয়োজিত মিছিল এবং পরবর্তীতে স্মারকলিপি পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি , সাধারণ সম্পাদক হুমায়ুন কবির , সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হাসান তাসনিম , সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান তানজিল সহ বিএম কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

আরো পড়ুন

খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে তাদের জনগণ ভোট দেবে না- রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে, জনগণ কখনোই তাদের ভোট দেবে না বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *