শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
bari

আগৈলঝাড়ায় মৃত ইমামের বাড়ি নির্মাণ করে দিলেন ব্যবসায়ী নুরুজ্জামান ভুঁইয়া

আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় একটি মসজিদের ইমাম সাপের কামড়ে মৃত্যুবরন করার পরে তার পরিবারের জন্য পাকা ভবন নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান ভুইয়া।

মঙ্গলবার বিকেলে উপজেলার বেলুহার ভুঁইয়া বাড়ি জামে মসজিদের মৃত ইমাম হাফেজ মাওলানা বাহাউদ্দিন আনছারির পরিবারের জন্য নির্মিত পাকা ভবনের উদ্বোধন ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

গত ২০ মে বেলুহার ভুঁইয়া বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা বাহাউদ্দিন আনছারি ফজরের নামাজ শেষে একটি গাছের সাথে ইলেকট্রিক সুইজ অফ করতে যান। তখন একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। হাসপাতালে নেয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। হাফেজ মাওলানা বাহাউদ্দিন আনছারি মারা যাওয়ার পরে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে অসহায় হয়ে পরে। তখন তার পরিবারের দায়িত্ব নেয় একই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান ভুঁইয়া।

তিনি মৃত হাফেজ মাওলানা বাহাউদ্দিন আনছারির পরিবারের জন্য প্রতি মাসে ১৮ হাজার টাকা এবং তাদের থাকার জন্য একটি পাকা ভবন নির্মাণ করে দেয়ার জন্য প্রতিশ্রুতি দেন। পরে সেই মোতাবেক মৃত হাফেজ মাওলানা বাহাউদ্দিন আনছারির পরিবারের জন্য নির্মিত চার কক্ষ বিশিষ্ট পাকা ভবন নির্মাণ শেষে মঙ্গলবার বিকেলে দোয়া মিলাদের মাধ্যমে উদ্বোধন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান ভুঁইয়া বলেন, আমি মানুষকে দেখানোর জন্য না শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই এই অসহায় পরিবারের পাশে দাড়িয়েছি।

মৃত হাফেজ মাওলানা বাহাউদ্দিন আনছারির ছেলে সেও তার পিতার মতো একজন হাফেজ হওয়ার জন্য পড়াশুনা করছে। তার পরিবারের জন্য এবং আমার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান ভুইয়া তার নিজ এলাকায় এরই মধ্যে একটি গনকবরের জন্য জায়গা দান করেছেন।

এছাড়া তিনি একটি মহিলা মাদ্রাসা নির্মাণ ও বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ অসহায় গরিব পরিবারকে সহয়তা করে আসছেন। দোয়া মিলাদে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান ভুঁইয়া, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক, বেলুহার নেছারিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী হোসেন ভুঁইয়া স্বপন, যুবদল নেতা হাসান কাজী, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও মৃত হাফেজ মাওলানা বাহাউদ্দিন আনছারির ভাই হাফেজ মহিউদ্দিনসহ প্রমুখ।

আরো পড়ুন

খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে তাদের জনগণ ভোট দেবে না- রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে, জনগণ কখনোই তাদের ভোট দেবে না বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *