
বরিশালের লোকসংস্কৃতি বিষয়ে অনেক লেখক তাদের লেখালেখি অব্যাহত রেখেছেন। তবে ‘বৃহত্তর বরিশালের লোকসংস্কৃতি’ বিষয়ে পিএইচডি করা এই অঞ্চলের একমাত্র গবেষক ব্যক্তি হলেন ড. মিজান রহমান। পেশাগত জীবনে তিনি ঢাকার প্রসিদ্ধ নটরডেম কলেজের বাংলার সহকারী অধ্যাপক। একজীবনে তিনি অর্ধশতাধিক বই রচনা ও সম্পাদনা করেছেন।
১৯৭৮ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সোহাগদল গ্রামে জন্ম নেয়া মিজান রহমান বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ‘বৃহত্তর বরিশালের লোকসংস্কৃতি’ অভিসন্দর্ভ রচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন তিনি। তার এই গবেষণাটি বই আকারে প্রকাশ করেছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। একজন শেকড়সন্ধানী ও পরিশ্রমী গবেষক হিসেবে সুনাম রয়েছে তার। ড. মিজান রহমানের গবেষণার সীমায় রয়েছে আঞ্চলিক ইতিহাস ও ঐতিহ্যের সন্ধান এবং লোকসংস্কৃতির নানামাত্রিক অনুসন্ধান। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত ‘বাংলাপিডিয়া’র লেখক এবং বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষামালা প্রকল্পের ‘লোকসংস্কৃতি ও প্রবাদ-প্রবচন’ গ্রন্থদ্বয়ের সহকারী গবেষক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন ড. মিজান রহমান। সাহিত্য গবেষণাসহ এ পর্যন্ত তার অর্ধশতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।
ড. মিজান রহমান ২০০৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সৃজনশীল গ্রন্থ প্রকাশনা সংস্থা কথাপ্রকাশ’র ‘জীবনী গ্রন্থমালা’ প্রকল্প, ‘শেষ্ঠ কবিতা’ সিরিজ প্রকল্প এবং ‘শ্রেষ্ঠ প্রবন্ধ’ সিরিজ প্রকল্পের সম্পাদক ও পরিচালকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ডক্টরস প্রকাশন ও ভাষাপ্রকাশ‘র সত্বাধিকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. মিজান রহমান বাংলা একাডেমি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা অ্যালামনাই, জাতিসংঘ সমিতি ও বাংলা সমিতির জীবন সদস্য।
২০০৪ সালে কৃতী লিটন ম্যাগাজিন সম্পাদক হিসেবে বাংলাদেশ রোদসী সম্মাননা পদক এবং ২০০৭ সালে বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন কর্তৃক বেস্টবুক অ্যাওয়ার্ড লাভ করেন ড. মিজান রহমান। তার সম্পাদিত লিটল ম্যাগাজিনের মধ্যে ‘কর্ষণ’ ও ‘লোকায়ত’ অন্যতম। তার লেখা এবং সম্পাদিত বইয়ের মধ্যে রয়েছে- বৃহত্তর বরিশালের লোকসংস্কৃতি, লোকসাহিত্য (প্রথম ও দ্বিতীয় খন্ড), লোকনাটক বিষয় ও পরিবেশনা, এবং জীবনানন্দ, স্বরূপকাঠির ইতিহাস ও ঐতিহ্য, জাগরণের কবি মুকুন্দদাস, কামিনী রায়, কুসুম কুমারী দাস কবিতা সংগ্রহ, জীবনান্দ দাশ: জীবন ও কবিতা সংগ্রহ (দ্বৈত, ড. বিশ্বজিৎ ঘোষ এর সাথে), বাংলাদেশে লিটল ম্যাগাজিন চর্চা: অতীত ও বর্তমান, দুই বাংলার লিটল ম্যাগাজিন ভাবনা, বাঙালির চিন্তাধারা, ভাষা আন্দোলনের ইতিকথা, বাঙালির সংস্কৃতি চিন্তা, হাজার বছরের নির্বাচিত ছড়া প্রভৃতি। ড. মিজান রহমানের লেখা রেফারেন্স বইগুলোর মধ্যে রয়েছে ডক্টরস প্রকাশন থেকে প্রকাশিত- বাংলা ভাষা ও সাহিত্য তথ্যকোষ এবং বরিশাল পিডিয়া।