রিয়াজ ফরাজি ।।
ফিলিস্তিনে গনহত্যা ও হামলার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে সর্বস্তরের জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ এপ্রিল ২০২৫) সকাল ১০ টা থেকে বোরহানউদ্দিন মডেল মসজিদের সামনে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে বিভিন্ন পেশার মানুষ জড়ো হন। মিছিল থেকে বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগানে ফিলিস্তিনি হামলার প্রতিবাদ জানানো হয়। মিছিলটি হাওলাদার মার্কেট হয়ে আবার মডেল মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। অন্যদিকে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের হয়। এতে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম, যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিমউদদীন খান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার সহ বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলমানদের কলিজার টুকরো। এখানেই রয়েছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম (আ:) এর কবর। হযরত আইয়ুব (আ:) এর কবর। হযরত লুত (আ:) এর কবর। হযরত সোলাইমান (আ:) এর কবর। এই আকসা মুসলমানদের ১ম কিবলা। এখানেই ইমাম মাহাদীর আগমন হবে। এই ফিলিস্তিনেই হযরত ঈসা (আ:) এর আগমন হবে। এখানেই দাজ্জাল কে হত্যা করা হবে। অতএব এই ফিলিস্তিনের বুকে আঘাত করার মানে হচ্ছে গোটা মুসলিম উম্মার বুকে আঘাত করা। গোটা পৃথিবী যখন ইসরাইলের বিরোধিতা করছে তখন প্রতিবেশী রাষ্ট্র ভারত ইজরায়েলের পক্ষ অবলম্বন করছে। অতএব আগামী দিনে কোন ব্যক্তি বা দল যদি ভারতের দালালি করার চেষ্টা করে তাহলে তাদেরকে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করতে তৌহিদী জনতা বাধ্য হবে।
এদিকে একই দাবিতে বোরহানউদ্দিনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখা।