বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু নুরের

পটুয়াখালী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে তিনি নিজ বাড়ি গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকায় তাঁর প্রয়াত মায়ের কবর জিয়ারত করেন। এ সময় তিনি মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

কবর জিয়ারত শেষে নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, ‘মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। মানুষের দোয়া ও ভালোবাসা নিয়েই সামনে এগোতে চাই। এলাকার মানুষের অধিকার, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমি নির্বাচনে এসেছি।’

তিনি আরও বলেন, ‘এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নানা বঞ্চনা ও অবহেলার শিকার। আমি বিশ্বাস করি, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে। ইনশাআল্লাহ মানুষের ভোটে বিজয়ী হয়ে দশমিনা–গলাচিপাকে একটি নিরাপদ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করব।’

এ সময় গণঅধিকার পরিষদ ও বিএনপির স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে নুরুল হক নুর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভা ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে নুরুল হক নুর ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১২ ফেব্রুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

আরো পড়ুন

দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন বিএনপির তিনশতাধিক নেতাকর্মী

মোঃ আল-আমিন, বাউফল // পটুয়াখালীর বাউফল উপজেলায় দুধ দিয়ে গোসল বিএনপি ও সহযোগী সংগঠনের তিনশত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *