পটুয়াখালী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে তিনি নিজ বাড়ি গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকায় তাঁর প্রয়াত মায়ের কবর জিয়ারত করেন। এ সময় তিনি মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
কবর জিয়ারত শেষে নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, ‘মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। মানুষের দোয়া ও ভালোবাসা নিয়েই সামনে এগোতে চাই। এলাকার মানুষের অধিকার, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমি নির্বাচনে এসেছি।’
তিনি আরও বলেন, ‘এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নানা বঞ্চনা ও অবহেলার শিকার। আমি বিশ্বাস করি, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে। ইনশাআল্লাহ মানুষের ভোটে বিজয়ী হয়ে দশমিনা–গলাচিপাকে একটি নিরাপদ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করব।’
এ সময় গণঅধিকার পরিষদ ও বিএনপির স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে নুরুল হক নুর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভা ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে নুরুল হক নুর ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১২ ফেব্রুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।