নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল পেশাজীবি সমন্বয় পরিষদের উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল (শুক্রবার) বিকেলে বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেশাজীবী ফোরামের সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল এবং প্রধান আলোচক ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহম্মদ বাবর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ ফয়সাল হোসেন রাহাত, ববি’র বায়োসায়েন্স বিভাগের ডিন অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক, সরকারি ফজলুল হক কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুর রব, বিএম কলেজ ইসলামিক স্টাডিজের সাবেক বিভাগীয় প্রধান ড. মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পেশাজীবী ফোরামের সেক্রেটারি তৈয়বুর রহমান আজাদ। অনুষ্ঠানের শুরুতে সুললিত কন্ঠে কুরআন তেলাওয়াত করেন বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সহ সভাপতি আবদুল মান্নান। ঈদের সঙ্গীত পরিবেশন করেন শহীদুল্লাহ্ হাদী। অনুষ্ঠানে পেশাজীবী ফোরামের কয়েক’শ সদস্য অংশ নেন।
