নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন স্বদেশ সাংস্কৃতিক সংসদ মেহেন্দিগঞ্জের বার্ষিক শিক্ষা সফর ও শিল্পী সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি ঐতিহাসিক উলানিয়া জমিদার বাড়িতে অনুষ্ঠিত শিক্ষা সফরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইক্বরা ফাউন্ডেশন এর চেয়ারম্যান ব্যারিষ্টার ইমরান হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলানিয়া আদর্শ সমাজ কল্যাণ পরিষদ এর সভাপতি মোজাম্মেল হক, উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকবাল হোসাইন আবু বকর, সমন্বিত সাংস্কৃতিক সংসদের সাবেক অফিস সম্পাদক মোশাররফ মুন্না, সূচনা সাংস্কৃতিক সংসদের পরিচালক সাইফুল ইসলাম সাইফী।
প্রধান অতিথি বলেন, রাসুলে করিম সা. এর দেখানো পথে আমাদের জীবন পরিচালনা করতে হবে। তার দেখানো সুস্থ সংস্কৃতির পথে আমাদেরকে চলতে হবে। তাহলেই দুনিয়া আখিরাতে আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ।
শিক্ষা সফরে দিনভর সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধতা ছড়ায় অতিথি ও অভিভাবকদের মাঝে। শিশু-কিশোর শিল্পীদের নিয়ে বেলুন ফুটানো, ভিতর বাহির এবং অভিভাবকদের নিয়ে আকর্ষণীয় কুক খেলা ও বালিশ বদল প্রতিযোগিতা ও পুরস্কারে শিক্ষা সফর যেন উৎসবে পরিণত হয়।
শিক্ষা সফরে সভাপতিত্ব করেন স্বদেশ সাংস্কৃতিক সংসদের সভাপতি আমজাদ হোসাইন, শিক্ষা সফর পরিচালনা করেন স্বদেশের পরিচালক সিকদার আনিচুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্বদেশের সহ-সভাপতি শিহাব উদ্দীন ও কাওসার হোসাইন প্রমুখ।
