শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

বরিশালে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা, কাঙালী ভোজ ও দোয়া মোনাজাত করেছে বিএনপি।

শুক্রবার বিকালের নগরীর চকবাজারে এবাদুল্লাহ মসজিদে দোয়া মোনাজাত করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার। এর আগে সকালে নগরীর অশ্বিনী কুমার হলে বরিশাল জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে পৃথক আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় জেলা বিএনপির (দক্ষিণ) আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার উপস্থিত ছিলেন।

দুপুরে নগরীর লঞ্চঘাটে আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। এসময় নগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারেক সোলায়মান , সদস্য নাজমুস সাকিবসহ নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক রাজধানীর মতিঝিল থানা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *