শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মনপুরা যুবদলের বন্যাত্যদের মাঝে সামগ্রী বিতরন

মহিব্বুল্যাহ ইলিয়াছ ,মনপুরা উপজেলা প্রতিনিধি :

বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে ভোলার মনপুরায় ক্ষতিগ্রস্তদের মাঝে মনপুরা উপজেলা যুবদল খাবার সামগ্রী বিতরন করে। গত বৃহস্পতিবার (৩১ই মে) বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে প্লাবিত হয় ভোলার মনপুরার মুল ভুখন্ড ও বিভিন্ন চরাঞ্চল। এতে গৃহবন্দী হয়ে পড়ে হাজারো ঘর বাড়ীর মানুষ। জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ভেসে যায় গৃহপালিত পশু পাখি। অনেকে ঘরবাড়ি হাড়িয়ে সর্বশান্ত হয়ে যায়।

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বন্যায় দুর্গত মানুষের পাশে দাড়াতে নেতা কর্মীদের নির্দেশ প্রদান করেন। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে মনপুরা উপজেলা যুবদলের নেতা কর্মীরা বিভিন্ন প্রকার শুকনা খাবার বিতরণ করে। কেন্দ্রীয় সম্পাদক নুরুল ইসলাম নয়ন মুঠোফোনে ক্ষতিগ্রস্ত মানুষকে বলেন,”আমি সবসময় মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়িয়েছি এই সংকটেও আমরা একসাথে লড়াই করে জয়ী হব ইনশাআল্লাহ।” তিনি আরোও বলেন,”আপনাদের নিরাপদ থাকা ও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য আমি দোয়া করছি। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য্য ও সাহস দিন।”ত্রাণ সামগ্রী বিতরণপর সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা যুবদলের নেতা ছিদ্দিক মোল্লা, ইলিয়াছ মিয়া, নাসির উদ্দীন, আলাউদ্দিন, শাখাওয়াত, নয়ন , কামাল প্রমুখ।

 

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *