শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ভাষানচরে শহীদ মারুফের বাড়িতে জামায়াতের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক। 
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ, ভাষানচরের কৃতি সন্তান ও কাজীরহাট একতা ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র শহীদ মারুফের বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শহীদ পরিবারের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বরিশাল জেলা আমীর এবং বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীরহাট) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল জব্বার।
মতবিনিময়কালে তিনি জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান-এর পক্ষ থেকে শহীদ পরিবারের নিকট ঈদ উপহার হস্তান্তর করেন এবং তাঁদের প্রতি আন্তরিক সমবেদনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শহীদ মারুফের আত্মত্যাগকে স্মরণ করে তিনি বলেন, “বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে শহীদ মারুফের আদর্শ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।”
এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, কাজীরহাট থানা আমীর মাওলানা আবুল হোসাইন, ভাষানচর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রহমান ফারুক, ভাষানচর ইউপি সদস্য গিয়াস উদ্দিন বাচ্চু, জামায়াতের উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও শহীদ মারুফের পিতা মোঃ ইদ্রিস আলী, দাদা, নানা, কাকা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় আগত অতিথিবৃন্দ শহীদ মারুফের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বৈষম্য, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও শহীদ পরিবারবর্গ শহীদ মারুফের রেখে যাওয়া স্মৃতিচারণ করেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *