শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

বরিশালে ঈদের জামাত কোথায়, কখন?

নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল নগরের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।  এ ছাড়া জেলার সহস্ত্রাধিক মসজিদ ও ঈদগাহ ময়দানে কোরবানির এ ঈদের নাজাম আদায় করবেন মুসল্লিরা।

পাশাপাশি নগরের বেশ কয়েকটি মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।নগরের প্রধান ঈদের জামাতের জন্য কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সব প্রস্ততি সম্পন্ন করেছে বরিশাল সিটি করপোরেশন। এখানে প্রতিবছরের মতো বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতাকর্মীরা মিলিত হবেন। তবে আত্মগোপনে থাকায় বিগত দিনের মতো এবারে প্রথম কোরবানির ঈদে আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিতি দেখা যাবে না এ জামাতে।

দ্বিতীয় জামাতের মধ্য দিয়ে বরিশাল নগরীতে সর্বশেষ ঈদের জামাত সকাল ৯টায় কেন্দ্রীয় বায়তুল মোকাররম মসজিদ, কসাই জামে মসজিদ, জামে এবায়েদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে।

এর আগে সকাল ৮টায় এসব মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া নগরের দক্ষিণ আলেকান্দার আলহাজ ইউছুমদ্দিন জামে মসজিদ, সদররোডের পোর্টরোডের কেরামতিয়া জামে মসজিদে দুটি করে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।

অপরদিকে মেডিকেল কলেজ সেন্ট্রাল মসজিদে সকাল, জেলা মডেল মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অপরদিকে চরমোনাই দরবার শরীফ, নেছারাবাদ ঈদগাহ ময়দান ও গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদে সকাল সাড়ে ৮টার মধ্যে বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

যদি ঈদের দিন বৃষ্টি হলে ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে না পারা গেলে, সেক্ষেত্রে স্ব-স্ব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন

ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক রাজধানীর মতিঝিল থানা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *