শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মুন্সিগঞ্জের শ্রীনগরে লীজ নেওয়া জমিতে বহুতল ভবন: নিরব প্রশাসন

বিশেষ প্রতিবেদক ।।

প্রশাসনের নাকের ডগায় সরকারি লীজ নেওয়া জমিতে বহুতল ভবন নির্মাণ করছে ইজারাদার সালাউদ্দিন শাওন নামের একজন প্রবাসী। সরকারি লিজের জমিতে কোনোরকম বহুতল ভবন বা অট্টালিকা নির্মাণে নিষেধাজ্ঞা থাকার পরও মুন্সিগঞ্জের শ্রীনগর সরকারি কলেজ সংলগ্ন সড়কে এই ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে এবং এটি দেখেও না দেখার ভান করছে সংশ্লিষ্ট প্রশাসন। অন্যদিকে ইজারাদার সালাউদ্দিন বলছেন, লিজের জমিতে নয়, নিজস্ব ব্যক্তি মালিকানার জমিতে ভবন নির্মাণ হচ্ছে। এ বিষয় সংশ্লিষ্ট প্রশাসন নিরব বলে অভিযোগ এলাকাবাসীর।

সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় শ্রীনগর সরকারি কলেজ রোডে মরহুম ইউনুজ দেওয়ানের ছেলে ইতালি প্রবাসী মোঃ সালাউদ্দিন শাওন সরকার থেকে জমি লীজ নিয়ে সেই জমির উপরে স্থায়ী বহুতল ভবন নির্মাণের কাজ করছেন। এজন্য তিনি সরকারি সকল দপ্তরকে ম্যানেজ করে ৫ তলা ভবন তৈরি করছেন বলে জানালেন স্থানীয় বাসিন্দারা।
তারা জানান, এখানে ইতালি প্রবাসী সালাউদ্দিন এর নিজস্ব জমিও রয়েছে। তবে তার জমির ভিতর ১৫ ফিট সরকারী সম্পতি যার মালিক সরকার। তিনি সেই জমি সরকার থেকে লীজ নিয়েছেন। আর লিজকৃত জমিতে বহুতল ভবন নির্মাণ করা যায়না বলে জানান এলাকাবাসী। তারা বলেন, প্রবাসী সালাউদ্দিন কোনো নিয়ম-নীতি না মেনে সেখানে বহুতল ভবন তৈরি করছে। প্রশাসন এসে ঘুরেও যাচ্ছে, কিন্তু কিছুই বলছেনা বলে অভিযোগ বাসিন্দাদের।
এ বিষয়ে সালাউদ্দিন শাওনের কাছে জানতে চাইলে প্রথমে তিনি সাক্ষাৎকার দিতে রাজি না হলেও পরবর্তীতে বলেন, এটা আমার ব্যক্তি মালিকানা জমি। লীজ সম্পত্তি আমি সরকারের কাছ থেকে নিয়েছি এবং নবায়ন করেছি এখানেও আমার ভোগ দখলের অধিকার রয়েছে। আমি আমার ভবনের সামনের জায়গা রেখেই কাজ করছি। কোনো সরকারি জায়গা দখল করি নাই। অথচ তার নির্মাণাধীন ভবনে গিয়ে দেখা যায় সে সরকারি জায়গা না রেখেই কাজ করছে। কর্মরত সাইড কন্ট্রাকটার কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমাকে যেভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আমি সেইভাবে কাজ করছি এখানে লীজকৃত সম্পত্তি আছে কিনা আমি জানিনা। আমাকে যেভাবে ড্রয়িং দেয়া হয়েছে আমি সেই ভাবে কাজ করছি।
এ বিষয়ে উপজেলা সার্ভেয়ার এর কাছে জানতে চাইলে এটা আমাদের অধিনে না বলে সে দায় এড়িয়ে যায় এবং বলেন এটা ভূমি কর্মকর্তা স্যারের দায়িত্বে সে এ বিষয়ে পদক্ষেপ নিবেন বলে জানান তিনি।
যদিও এ বিষয়ে জানতে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার ভূমি কর্মকর্তা গোলাম রাব্বানী সোহেলকে ফোন করলে তিনি রিসিভ করেননি।
তবে জেলা সার্ভেয়ার ইসমাইল হোসেন বলেন, আমি এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে পারলাম যদি সে লিজকৃত জমিতে ভবন নির্মাণ করেন তাহলে ভূমি দখল আইনে মামলার ব্যবস্থা নেয়া হবে। এবং আমি দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছি।

আরো পড়ুন

পাংশায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সাকী মাহবুব রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ীর পাংশায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *