শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

লালমোহনে পল্লী বিদ্যুৎ-এর অব্যাহত সেবার দাবীতে মানববন্ধন

আজিম উদ্দিন খান লালমোহন প্রতিনিধি :ভোলার লালমোহনে নাগরিক সেবা সুরক্ষা কমিটির উদ্যোগে অব্যাহত বিদ্যুৎ- সেবার-এর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় লালমোহন চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন লালমোহন নাগরিক সেবা সুরক্ষা কমিটির আহবায়ক সোহেল আজিজ শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউল্যাহ হাওলাদার, ইসলামী সমাজ কল্যান পরিষদের চেয়ারম্যান শফিকুল হক মিয়া, ব্যবসায়ী জসিম জনি, সাংবাদিক আজিম উদ্দিন খান, শিক্ষক মাহাবুব আলম, শ্রমিক দলের সভাপতি ফোরকান প্রমূখ।

বক্তারা বলেন, লালমোহনে পল্লী বিদ্যুতের লোড শেডিং ভয়াবহ আকার ধারণ করছে। ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১২ ঘন্টায় বিদ্যুৎ থাকে না। এছাড়া পল্লী বিদ্যুতের বেশ কিছু খামখেয়ালীপনা সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো ডিমান্ড চার্জ, পিএফ সারচার্জ, মিটার ভাড়াসহ বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের থেকে টাকা নিয়ে যাচ্ছে। আমরা এসব অনিয়মের নিন্দা ও দ্রুত বন্ধ করার দাবী জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, ভোলা জেলার যে বিদ্যুৎ চলমান রয়েছে এই বিদ্যুৎটি ভোলার গ্যাস দিয়ে উৎপন্ন হয়। ভোলার নিজস্ব গ্যাসে বিদ্যুৎ উৎপন্ন হওয়া স্বত্বেও আমরা সঠিক ভাবে বিদ্যুৎ পাচ্ছি না। বিগত ফ্যাসিষ্ট সরকার ভোলার এ বিদ্যুৎকে জাতীয় গ্রীডে নিয়ে ভোলাবাসীকে বিদ্যুতের আগ্রাসনে ফেলেছে।
মানববন্ধনে বক্তারা হুশিয়ার দিয়ে বলেন, আজকের পর থেকে যদি পল্লী বিদ্যুতের লোড শেডিং বন্ধ না হয় তাহলে ভবিষ্যতে আরো সহজ কঠোর কর্মসূচি দেয়া হবে এবং পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে। প্রয়োজনে লালমোহন পল্লী বিদ্যুৎ বাদ দিয়ে পিডিবির লাইন সংযোগের জন্য আন্দোলন করা হবে।

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *