বুলবুল আহমেদ রাজাপুর প্রতিনিধি।।
রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ইন্দ্রোপাশা গ্রামে বিএনপির ২০ নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
সোমবার (১৭নভেম্বর) রাত ৭.৩০টায় উপজেলা জামায়াতে ইসলামী প্রধান কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মঠবাড়ী ইউনিয়নের ইন্দ্রোপাশা গ্রামের যুবদল সভাপতি ও সাবেক ইউপি সদস্য মামুন ও বিএনপি নেতা সালমান মাহমুদ এর নেতৃত্বে বিএনপির এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।
যোগদানকৃত মামুন মেম্বার বলেন, আমি বিএনপির সাথে জরিত ছিলাম, রাস্তায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করেছি বিএনপির হয়ে। বরিশাল সহ যেখানেই বিএনপির প্রোগ্রাম হতো সেখানেই অংশগ্রহন করতাম। ৫আগস্টের পর আমাদের সিনিয়র নেতাদের সাথে একাধিক বার আলাপ করেছি যারা দলের নাম ভাঙ্গিয়ে চাদাবাজি করে, সন্ত্রাসী কর্মকান্ড করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমাদের নেতা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারনে, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই দল করা আমাদের পক্ষে করা সম্ভব না। তাই আমরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।
এ সময় উপস্থিত ছিল উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা কবির হোসেন, সেক্রেটারি সাইদুর রহমান, সদর ইউনিয়ন আমীর আইয়ুব আলী, শুক্তাগড় ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল আলীম, মাস্টার ফারুখ আহম্মেদ ও যোগদান কৃত নেতাকর্মী ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।