হিজলা প্রতিনিধি।।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বরিশালের হিজলা উপজেলার সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও জাতীয় নিবার্হী কমিটির সদস্য, বরিশাল- ৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজিব আহসান।
ঈদের দ্বিতীয় দিন রবিবার (৮ জুন) বিকাল ৩টা থেকে ৬ টা পর্যন্ত হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ও মেমানিয়া ইউনিয়নের হাটবাজারে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।
ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে রাজিব আহসান সকল দোকানি, স্থানীয় লোকজন ও বিএনপি নেতৃবৃন্দের খোঁজ খবর নেন। তিনি বলেন, আমরা মানুষের পাশে থাকতে চাই, সর্বদা মানুষের কাছে থেকে সৎভাবে কাজ করতে চাই। হিজলা উপজেলার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক বলেন, আপনারা আমাদের আপনজন। বিএনপিকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই এবং সেটিই আমাদের দৃঢ় অঙ্গীকার। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দেশের প্রতিটি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। হাজার মাইল দূরে থেকেও তিনি দলকে সুসংগঠিত রাখছেন, দিচ্ছেন দক্ষ ও সক্রিয় নেতৃত্ব। আপনারা এমন কিছু করবেন না, যা বিএনপির জনপ্রিয়তায় ধস নামায়। কে আপন আর কে পর, সেটা মুখ্য নয়—জনগণের পক্ষে যিনি কাজ করবেন, তিনিই আমাদের আপনজন।
আর যিনি দুর্নীতি, দখলদারিত্ব বা অন্য কোনো অপরাধে জড়িত থাকবেন, তিনি যতই ঘনিষ্ঠ হোন না কেন, তার বিরুদ্ধে দল কঠোর অবস্থান নেবে। সকল কে সৎ থেকে দলের জন্য কাজ করতে আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন, উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু,বরিশাল উওরজেলা বিএনপির সদস্য আলী আহমেদ, আফসার উদ্দিন হাওলাদার, বিএনপি নেতা এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন, হিজলা গৌরব্দী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সোলায়মান জমাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব আমির বাঘা, উপজেলা যুবদল নেতা কামাল সরদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মীর মাহফুজুর রহমান এলিট, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মহসিন সিকদার, সদস্য সচিব মাইনুল হাসান সম্রাটসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।