শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে না পারলে বর্তমান সরকার ইতিহাসে বিতর্কিত হয়ে থাকবে- আবু নাসের রহমাতুল্লাহ 

নিজস্ব প্রতিবেদক।।
ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না করতে পারলে বর্তমান সরকার ইতিহাসে বিতর্কিত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
সোমবার (৯ জুন) সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজারে স্থানীয় যুবসমাজের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল, তবারক বিতরণ ও চরমোনাই ইউনিয়নের নলচর বাজারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টূর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।
রহমাতুল্লাহ বলেন, দেশের প্রয়োজনে বিভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে যখন মানুষ ভোটের অধিকার প্রয়োগ করতে না পারে  তখনই নানান প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের আবির্ভাব ঘটে।
রহমাতুল্লাহ বলেন,  বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ নানাভাবে দুই একটি দলের দলের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কথা বলছেন। এতে করে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশিত হচ্ছে। তারা যদি ডিসেম্বরের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হন তাহলে বর্তমান সরকার ইতিহাসে বিতর্কিত হয়ে থাকবে।
তিনি বলেন, যারা জিয়া পরিবারকে ধ্বংস করে দিতে চেয়েছিল সেই পরিবারই ধ্বংস হয়ে গিয়েছে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না,  প্রতিযোগিতামুলক রাজনীতির চর্চা করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, নাসির হাওলাদার, আনোয়ার হোসেন টিটু, আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ,  ওবায়দুল ইসলাম উজ্জল, রুহুল আমিন রুবেল, কামরুল ইসলাম রিফাত প্রমুখ।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *