নিজস্ব প্রতিবেদক
বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা প্রশাসক মোঃ খাইরুল আলম সুমনের সাথে জেলা পর্যায়ের কর্মমকর্তাদের মতবিনিময় ও উন্নয়নসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় ও উন্নয়ন সভা অনুস্টিত হয়।
সভায় বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য আমরা বরিশাল এসেছি। মহান স্বাধীনতাযুদ্ধ ও গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেন তিনি।
বিভাগীয় কমিশনার বলেন, আসন্ন নির্বাচনে জনগণ যাতে ভোট দিতে পারে সেই লক্ষ্যে কাজ করতে হবে। নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করাই আমাদের প্রধান কাজ। আগের নির্বাচনগুলো স্বচ্ছ ছিলোনা বলেই গণঅভ্যুত্থান হয়েছে।
এবারের নির্বাচন সুন্দরভাবে হবে। আমরা কোন পক্ষ অবলম্বন করবো না। গণভোট হবে আগামীতে দেশ কিভাবে চলবে সেজন্য এই গণভোট। নির্বাচনে নিরপেক্ষভাবে আমরা কাজ করবো। যে সরকার ক্ষমতায় আসবে তাদের সাথে আমরা কাজ করবো। তাদের পলিসি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব।
এই প্রথমবারের মতো বিদেশীরা ই পোস্টালের মাধ্যমে ভোট দিতে পারবেন। এটা একটা নতুন সূচনা। আপনাদের সকলকে নিয়ে বরিশালের উন্নয়নের জন্য কাজ করতে চাই। এজন্য বরিশালবাসীর সহযোগিতা কামনা করেন বিভাগীয় কমিশনার ও বরিশালের জেলা প্রশাসক।
এর আগে মঙ্গলবার বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
বরিশালের নবাগত জেলা প্রশাসক বলেন, আপনাদের সকলকে নিয়ে বরিশালের উন্নয়ন কাজ করতে চাই। এজন্য তিনি বরিশালবাসীর সহযোগিতা কামনা করেন। জেলার প্রশাসন ও উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এবং তার দপ্তরে ফুলেল শুভেচ্ছা ও প্রশাসনিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি দায়িত্ব বুঝে নেন।
বুধবার সকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, নবাগত জেলা প্রশাসককে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়, যা নতুন ডিসিকে বরণ করে নেওয়ার চিরাচরিত প্রথার অংশ।
দায়িত্ব গ্রহণের পর নবাগত জেলা প্রশাসক উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন। তিনি তার বক্তব্যে বরিশাল জেলার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের কথা স্মরণ করে বলেন, “এই জেলার উন্নয়নে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করতে আমি অঙ্গীকারবদ্ধ। দেশের জনগণের স্বার্থে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে বরিশাল জেলাকে এগিয়ে নিয়ে যেতে আমি সর্বাত্মক চেষ্টা করব।” তিনি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সকল স্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ নথি ও ফাইলপত্র বুঝে নেন। এ সময় তিনি জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুততার সাথে সম্পন্ন করার এবং নতুন জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবীব, পুলিশ এবং র্যাবের কর্মকর্তাসহ সরকারি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার ও গণমাধ্যম কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।