শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

জনগণ অতীতের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : মুলাদীতে সে‌লিমা রহমান

নিজস্ব প্রতিবেদক ।। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান বলেছেন, দেশের মূল জায়গাগুলোতে এখনও ফ্যাসিস্টের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা পরিকল্পিতভাবে উঠে আসার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (৯ জুন) বিকেলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালের মুলাদী উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সে‌লিমা রহমান বলেন, বর্তমানে আমাদের দেশের জনগণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। আশা করি, সামনের দিনগুলোতেও এ রকম ঐক্যবদ্ধ থাকলে এই দেশের মাটিতে তাদের আর জায়গা হবে না।তিনি আরও বলেন, দেশে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে, তবে সেটা করতে হবে নির্বাচিত সরকারকে। সংস্কার হতে হবে মানুষের মনের ভেতর থেকে, মানুষের চিন্তা-চেতনা থেকে।

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সে‌লিমা রহমান বলেন, বিএনপির তরফ থেকে জানিয়ে দিয়েছে জাতির প্রত্যাশা পূরণ না হওয়ার বিষয়‌টি। আমরা নির্বাচন চেয়েছি ডিসেম্বরে। কারণ হচ্ছে আমাদের কতগুলো সময় আছে যে সময়গুলোর মধ্যে নির্বাচন করলে তা সুন্দর হবে। তার কারণ হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত যাবে রোজা, তারপরই শুরু হবে পাবলিক পরীক্ষা। পাবলিক পরীক্ষার সময় নির্বাচন নিয়ে হুলস্থুল করা যৌক্তিক না। এজন্যই আমরা ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছিলাম। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার হয়তো চিন্তা করবে এবং জনগণের যে দাবি-প্রত্যাশা সেটা পূরণ করবে।

বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ. ছত্তার খানের আয়োজনে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১ নম্বর সহ-সম্পাদক ব্যারিস্টার এম মনিরুজ্জামান আসাদসহ মুলাদী-বাবুগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *