নিজস্ব প্রতিবেদক ।। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান বলেছেন, দেশের মূল জায়গাগুলোতে এখনও ফ্যাসিস্টের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা পরিকল্পিতভাবে উঠে আসার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সেলিমা রহমান বলেন, বিএনপির তরফ থেকে জানিয়ে দিয়েছে জাতির প্রত্যাশা পূরণ না হওয়ার বিষয়টি। আমরা নির্বাচন চেয়েছি ডিসেম্বরে। কারণ হচ্ছে আমাদের কতগুলো সময় আছে যে সময়গুলোর মধ্যে নির্বাচন করলে তা সুন্দর হবে। তার কারণ হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত যাবে রোজা, তারপরই শুরু হবে পাবলিক পরীক্ষা। পাবলিক পরীক্ষার সময় নির্বাচন নিয়ে হুলস্থুল করা যৌক্তিক না। এজন্যই আমরা ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছিলাম। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার হয়তো চিন্তা করবে এবং জনগণের যে দাবি-প্রত্যাশা সেটা পূরণ করবে।
বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ. ছত্তার খানের আয়োজনে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১ নম্বর সহ-সম্পাদক ব্যারিস্টার এম মনিরুজ্জামান আসাদসহ মুলাদী-বাবুগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।