মনিরুল ইসলাম ইকরাম, তজুমদ্দিন
ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদ পূনর্মিলনীর মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে। সোমবার বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ভোলা-৩ আসনের আগামী নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির কেন্দ্রীয় সেক্রেটারি মুহা. নিজামুল হক নাঈমকে জামায়াতের শত শত নেতাকর্মিরা কুঞ্জেরহাট থেকে মটর সাইকেল বহরের মাধ্যমে তজুমদ্দিনে নিয়ে আসেন।
পরে বিকেল ৫ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে তজুমদ্দিন উপজেলা জামায়াতের আমির মাও. আব্দুর রবের সভাপতিত্বে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও ভোলা জেলা জামায়াতের সেক্রেটারি মাও. কাজী হারুনুর রশিদ, প্রধান বক্তা ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনে আগামী জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামি সমর্থিত ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির প্রার্থী মুহা. নিজামুল হক নাঈম, বিশেষ অতিথি ভোলা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাও. আক্তার উল্যাহ, মাও. মোঃ আব্বাছ উদ্দিন, লালমোহন উপজেলা জামায়াতের আমীর মাও. মোঃ আব্দুল হক, ভোলা জেলা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি মোঃ জসিম উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের আমির সফিকুল ইসলাম, সোনাপুর ইউনিয়নের আমির আঃ রহিম, শম্ভুপুর ইউনিয়নের আমির মাও. আবদুল বারি, চাঁচড়া ইউনিয়নের আমির মাও. মো. নোমান, মলংচড়া ইউনিয়নের আমির জাকির হোসেন শামিম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন তজুমদ্দিন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মোঃ মহিউদ্দিন।
পরে ভোলা সংস্কৃতি কেন্দ্রের পরিচালনায় ও আব্দুল আজিজের নেতৃত্বে শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন। এ সময় ভোলা জেলা জামায়াতের সেক্রেটারি মাও. কাজী হারুনুর রশিদ বলেন, আমাদের দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির কেন্দ্রীয় সেক্রেটারি ও ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের প্রার্থী মুহা. নিজামুল হক নাঈমকে সমর্থন দিয়েছে। তাই আগামী নির্বাচনে আপনারা জামায়াত সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থীকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন বলে আমি বিশ্বাস করি। শত জুলুম-নির্যাতনের পরেও যেহেতু জামায়াতে ইসলামী স্ব-মহিমায় টিকে রয়েছে।
জামায়াত সমর্থিত ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির প্রার্থী মুহা. নিজামুল হক নাঈম বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির প্রার্থী হিসেবে ইতিমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা-৩ আসনে আমাকে সমর্থন দিয়েছে। আমি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে ভোলা-৩ আসন থেকে চাঁদাবাজ, লুটতরাজ, দখলবাজ, মাদক ও সন্ত্রাসী নির্মুলে কাজ করবো। তজুমদ্দিন-লালমোহন তথা ভোলা-৩ আসন হবে শান্তির জনপদ এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিতে পারি।

Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।