রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
Muladi kamal
Muladi kamal

মুলাদীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান

ভূঁইয়া কামাল, মুলাদী প্রতিনিধ॥

কৃষি প্রণোদনা কর্মসূচীর আওয়তায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ,
মসুর ও খেসারী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মুলাদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এইচ এম সুমন, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ তানজিলুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হারুন অর রশিদ, মুলাদী উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ বাহাউদ্দিন, মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল ও রিপোটার্স ইউনিটের সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিকসহ সাংবাদিকবৃন্দ ও উপজেলার কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলায় মোট ৩ হাজার ৭৯০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। হাইব্রিড বোরো প্রণোদনা ১ হাজার কৃষকের মাঝে
জনপ্রতি ২ কেজি করে বীজ দেয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে একশত কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন বলেন, বর্তমান সরকার কৃষক সমাজের উন্নয়নে কৃষি প্রণোদনা কর্মসূচির
আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার মাধ্যমে কৃষকের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সরকারি প্রণোদনায় আওতায় বিভিন্ন ফসলের বীজ ও সার পেয়ে কৃষকরা মাঠে চাষাবাদ করছেন। বিনামূল্যে এ সব বীজ ও সার পাওয়ায় কৃষকরা বেশ উপকৃত হচ্ছে। চাষবাদও বেশি হচ্ছে ও ফসলের আবাদ আরও বেড়ে যাবে।

আরো পড়ুন

জামায়াতের মেহেন্দিগঞ্জ উপজেলা আমীর নির্বাচন সম্পন্ন

মোশাররফ মুন্না।। বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার আমীর ও মজলিশে শুরা নির্বাচন স্থানীয় একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *