শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

বন্দর থানা ছাত্র শিবিরের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরী বন্দর থানার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও শুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাহেবেরহাট ফাজিল মাদ্রাসা অডিটোরিয়ামে গতকাল অনুষ্ঠিত ঈদ পূনর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। প্রধান বক্তা  ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম।

ইসলামী ছাত্রশিবিরের বন্দর থানা সভাপতি আব্দুল্লাহ আল জাবেদের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি খাইরুল ইসলাম মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগরীর সাবেক সভাপতি বায়জীদ বোস্তামী, বরিশাল মহানগর শিবিরের সেক্রেটারি হাসান নাঈম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শফিউল্লাহ তালুকদার।

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা ইসমাঈল হোসেন নেসারী, বন্দর থানার সাবেক সভাপতি ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি কাওসার হোসাইন, বি এম কলেজের সাবেক সভাপতি সৈয়দ মোহাব্বত উল্লাহ মাহেত, বন্দর থানার সাবেক সভাপতি আব্দুর রহমান সুজন, আবির হোসেন নোমান, আব্দুল আলীম মোল্লা, মাওলানা আবু জাফরসহ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এলাকায় আগত সাবেক দায়িত্বশীলবৃন্দ।

বিভিন্ন সময়ে বন্দর থানায় দায়িত্ব পালন করা সাবেক দায়িত্বশীলবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি শিবিরের সাবেক নেতাদের মিলন মেলায় পরিণত হয়। সাবেক দায়িত্বশীলবৃন্দ তাদের বক্তব্য ও স্মৃতিচারণের মাধ্যমে সাহেবের হাট এলাকায় বিগত আন্দোলনের সময়ের উত্থান পতনের বিষয়ে স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হন এবং তাদের অভিজ্ঞতা সমূহ কাজে লাগিয়ে ময়দানে ভূমিকা পালনের ব্যাপারে পরামর্শ দেন।

আরো পড়ুন

ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক রাজধানীর মতিঝিল থানা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *