রিয়াজ ফরাজি ।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন ঘাট সংলগ্নে চর থেকে ভেসে আসা একটি চিত্রা হরিণ স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ৩১ মার্চ হাসাননগর ইউনিয়নের ফিরোজ মেম্বারের খামার পাড় থেকে হরিণটি উদ্ধার করে নৌ পুলিশ ফাঁড়িতে আনা হয়।
হাকিমউদ্দিন বাজার সংলগ্ন ফিরোজ মেম্বারের খামার পাড়ে এই হরিণটি স্থানীয় জনগণ দেখতে পায়। পরে হাকিমউদ্দিন নৌ পুলিশ ফাঁড়িতে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে চিত্রা হরিণটি উদ্ধার করে।, খবর পেয়ে তজুমউদ্দিন বনবিভাগের ভারপ্রাপ্ত বিট অফিসার শাহিন আলম ঘটনাস্থলে এসে নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ মোশাররফ হোসেনের কাছ থেকে চিত্রা হরিণটি বুঝে নেন।
বনবিভাগের ভারপ্রাপ্ত বিট অফিসার শাহিন আলম জানান- হাকিমউদ্দিন নৌ পুলিশ ইনচার্জ আমাকে হরিণটির বিষয় জানালে, আমি ও আমার সহকর্মীরা নৌ ফাঁড়িতে এসে চিত্রা হরিণটি বুঝে নেই। এবং পরবর্তীতে চিত্রা হরিঁনটিকে প্রাথমিক চিকিৎসা শেষ করে বাগানে অবমুক্ত করা হবে।
হাকিমউদ্দিন নৌ পুলিশ ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারফ হোসেন বলেন, হাকিমউদ্দিন বাজার সংলগ্নে ফিরোজ মেম্বারের খামার পাড়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা হরিণটিকে দেখতে পেয়ে নৌ ফাঁড়িতে খবর দেন, আমাদের সদস্যরা চিত্রা হরিণটিকে ফাড়িতে নিয়ে আসেন। পরে তজুমদ্দিন বন বিভাগকে খবর দিলে তাদের টিম নৌ ফাঁড়িতে এসে চিত্রা হরিণটি বুঝে নেন।
