নিজস্ব প্রতিবেদক।।
পটুয়াখালী সদর উপজেলায় বিয়ের দাওয়াত থেকে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসচাপায় সাইদ মোল্লা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০জুন) বিকেল ৪টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কালিকাপুর ইউনিয়নের করমজাতলা পায়রা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদ মোল্লা সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের হাজীখালী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী ডলফিন পরিবহনের একটি বাস মহাসড়কের করমজাতলা এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত একটি অটোকে ওভারটেক করার সময় রাস্তার পাশে থাকা সাইদ মোল্লাকে ধাক্কা দেয়। এতে তিনি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা বাসটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।